Bharat Samiti looks forward in hosting Durga Puja 2022 in Cologne!

Dear all,

We are glad to inform you that we are organizing Durga Puja from 1st October (14th Ashwin, 1429) to 5th October (18th Ashwin) at Bürgerzentrum of Chorweiler in Cologne. We take immense pride in announcing that this will be our 31st year of celebration.

Like every year, we shall have a variety of cultural performances each evening of the Puja. Details of the cultural program will be revealed on our website and facebook page soon.

We cordially invite you to take part in this beautiful celebration.

yours sincerely,
Members of Bharat Samiti e.V.

সুধী,

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আগামী ১৪ই আশ্বিন, ১৪২৯ (পয়লা অক্টোবর) হতে ১৮ই আশ্বিন (৫ই অক্টোবর )পূর্বের মতো কোরওয়াইলার হলে মা দুর্গার শারদ বন্দনার আয়োজন করবো। এই বছর আমাদের ভারত সমিতির পূজা ৩১তম বর্ষে পদার্পণ করবে। কোভিড মহামারীর কারণে আমরা বিগত দুই বছর মাতৃ আরাধনা সমবেত ভাবে করতে পারিনি । কিন্তু আশা করি আমাদের এই বছরের পুজো আপনাদের সকলের সহযোগিতায় নিৰ্বিঘ্নে সুসম্পন্ন হবে।

প্রতিবারের মতো এবারেও পূজার প্রত্যেক সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান। এই সার্বজনীন দুর্গোৎসবে আমরা আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা এবং সহৃদয় যোগদান একান্ত ভাবে কামনা করি।

বিনীত ,
ভারত সমিতির সদস্যবৃন্দ

Liebe Freunde,

Wir freuen uns, Ihnen mitteilen zu können, dass wir vom 1. Oktober (14.Ashwin, 1429) bis zum 5. Oktober (18. Ashwin) unser Durga Puja Fest in Köln veranstalten werden. Wir sind stolz darauf, ankündigen zu können, dass wir zum 31ten Mal unser Durga Puja Fest veranstalten werden, welches im Bürgerzentrum in Köln-Chorweiler stattfinden wird.

Wie jedes Jahr werden wir auch dieses Jahr jeden Abend eine Vielzahl von kulturellen Darbietungen haben. Weitere Einzelheiten zum Kulturprogramm werden in Kürze auf dieser Website bekanntgegeben.

Wir laden Sie alle herzlich ein an unserem Fest teilzunehmen!

Die Mitglieder von Bharat Samiti e.V.

For more infos on the event go to: http://durgapuja.de/event/durga-puja-2022/ !

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *